Thursday, July 10, 2025

সেকশন

English
Dhaka Tribune

তথ্যমন্ত্রী: বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে

মন্ত্রী বলেন, ‘কারও যদি আক্কেল থাকে তাহলে কেউ রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে’

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৪:১৮ পিএম

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৯ আগস্ট দিবাগত রাত ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল বিএনপি। এ ইস্যুতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “বিএনপির মধ্যে একটি অস্থিরতা লক্ষ্য করছি। তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। বাংলাদেশের ইতিহাসে মনে হয় প্রথম দেখলাম রাত ৩টায় সংবাদ সম্মেলন।”

মঙ্গলবার (২২ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রশ্ন তোলেন।

মন্ত্রী বলেন, “কারও যদি আক্কেল থাকে তাহলে কেউ রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে? সংবাদ সম্মেলন তো সংবাদকর্মীদের নিয়ে ডাকতে হয়। সংবাদকর্মীরা রাত ৩টায় উনাদের সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য কি বাধ্য? আমি আগে আর শুনিনি।”

ওই রাতে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছিল, তাই তারা সংবাদ সম্মেলন ডেকেছিল- এ বিষয়ে এক সাংবাদিক তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “বিএনপির নেতাকর্মীরা এর আগেও বহুবার গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগের কর্মীও বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছে। আমরাও কোনোদিন রাত ৩টায় সংবাদ সম্মেলন করিনি। বিএনপিও আগে কখনও রাত ৩টায় করেনি।”

তিনি বলেন, “তারা যে এখন একটা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন, সেটারই প্রমাণ হচ্ছে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকা।”

   
Banner

About

Popular Links

x