আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ১৫ দিন এসব কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপির কর্মসূচিগুলো হলো-
১৯ সেপ্টেম্বর- ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে সমাবেশ।
২১ সেপ্টেম্বর- ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটে রোডমার্চ।
২২ সেপ্টেম্বর- ঢাকা মহানগরের যাত্রাবাড়ী ও উত্তরায় সমাবেশ। এছাড়া বাদ জুমা বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারা দেশে দোয়া মাহফিল।
২৩ সেপ্টেম্বর- বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালীতে রোডমার্চ।
২৫ সেপ্টেম্বর- ঢাকা মহানগরের নয়াবাজার ও ঢাকা জেলার আমিন বাজারে সমাবেশ।
২৬ সেপ্টেম্বর- খুলনা বিভাগে রোডমার্চ এবং ঢাকায় পেশাজীবী কনভেনশন।
২৭ সেপ্টেম্বর- ঢাকা মহানগরের গাবতলী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় জনসমাবেশ।
২৯ সেপ্টেম্বর- ঢাকায় মহিলা সমাবেশ।
৩০ সেপ্টেম্বর- ঢাকায় শ্রমজীবী কনভেনশন।
১ অক্টোবর- ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোডমার্চ।
২ অক্টোবর- ঢাকায় কৃষক সমাবেশ।
৩ অক্টোবর- কুমিল্লা, ফেনী, মীরসরাই ও চট্টগ্রামে রোডমার্চ।