Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্বরাষ্ট্রমন্ত্রী: পশ্চিমা শক্তি আমাদের সবক দিয়ে লাভ নেই

‘যেখানে শেখ হাসিনা আছেন, সেখানে কোনো পেশিশক্তি টিকবে না’

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৬:৫৬ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, “পশ্চিমা শক্তি কত রকমের সবক দিচ্ছে, নিজেদের দেশে তারা কী করছেন সেই খবর নেই। আমাদের সবক দিয়ে লাভ নেই। যেখানে শেখ হাসিনা আছেন, সেখানে কোনো পেশিশক্তি টিকবে না।”

রবিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ছাগলনাইয়া শহিদ মিনার চত্বরে ১৪ দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আসাদুজ্জামান। 

মন্ত্রী আরও বলেন, “খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত থাকবে।”

স্থানীয় সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতারের সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাসদ সভাপতি রেজাউর রশীদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

   

About

Popular Links

x