ডিভিশন ফ্যাসিলিটির জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিতে মানবতা-বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পিটিশনকে হাইকোর্ট নামঞ্জুর করে দিয়েছেন।
বিচারপতি সৈয়দ মুহাম্মাদ দস্তগির হুসাইন এবং বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ পিটিশনের শুনানি শেষে বুধবার এই নির্দেশ দিয়েছেন।
গত ২৪ জুন বিচারাধীন বন্দী হিসেবে ডিভিশন ফ্যাসিলিটি পাবার কথা উল্লেখ করে কাশিমপুর জেল-১’এ সাজাপ্রাপ্ত সাঈদী জেলে ডিভিশন ফ্যাসিলিটির জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিতে হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল করেন।
পিটিশনে সাঈদী জেল কর্তৃপক্ষকে জেলে ডিভিশন সুবিধা প্রদান করতে এবং চিকিৎসার জন্য বিশেষ হাসপাতালে পাঠাতে হাইকোর্টের নির্দেশ প্রার্থনা করেন।
উল্লেখ্য, একাত্তুরের মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে ইব্রাহিম কুট্টি ও বিসা বালিকে হত্যার দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ সাঈদীকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
সাঈদী এবং সরকারের দুটি আপিলের পর, সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বার সাঈদীর সাজা মৃত্যুদণ্ড থেকে কমিয়ে আমৃত্যু কারাবাস করে দেন।