Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

‘৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি’

জোটগতভাবে নির্বাচনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৩:৪৭ পিএম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, “নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে সম্মেলন করছে জাতীয় পার্টি।”

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, “গাইবান্ধা জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত। আগামী নির্বাচনে এই জেলার পাঁচটি সংসদীয় আসনের সবকয়টি জাতীয় পার্টির দখলে আসবে।"

এ সময় জোটগতভাবে নির্বাচনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

দুপুর পৌনে ১টার দিকে শহরের ইসলামিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জাতীয় পার্টির সম্মেলনস্থলে যোগ দেন তিনি। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তার।

About

Popular Links