Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

‘খালেদা জিয়ার চিকিৎসক আনতে সরকার সব ধরনের সহযোগিতা করেছে’

যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসককে আসার জন্য সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৬:৫২ পিএম

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনতে সরকার সব ধরনের সহযোগিতা করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসককে আসার জন্য সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে।

আনিসুল হক বলেন, “খালেদা জিয়ার ঢাকার চিকিৎসকদের পক্ষ থেকে বিদেশি চিকিৎসক আনার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই।”

প্রসঙ্গত, বিদেশ থেকে চিকিৎসক আনার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়।

About

Popular Links