রাজধানী ঢাকার শাপলা চত্বরে সমাবেশ করতে চাইলেও অনুমতি পায়নি জামায়াতে ইসলামী বাংলাদেশ। শনিবার (২৮ অক্টোবর) সকালে সেখানে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন দলের কর্মীরা। এরপর আরামবাগে অবস্থান নিতে শুরু করেছেন তারা।
এদিকে পুরো মতিঝিল এলাকাজুড়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে জামায়াত নেতাকর্মীরা আরামবাগ থেকে নটরডেম কলেজের রাস্তা পর্যন্ত অবস্থান করছে।
সকাল ১০টার পর থেকে তারা এ এলাকায় অবস্থান নিতে শুরু করেন বলে জানা যায়। জামায়াত নেতাকর্মীদের ঠেকাতে আরামবাগ মোড়ে ও মতিঝিলের শাপলা চত্বর থেকে নটর ডেম কলেজের দিকে যাওয়ার পথে দুইটি ব্যারিকেড দিয়েছে পুলিশ। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে আরামবাগের গলি থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শনিবার রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। সমাবেশ করতে ডিএমপিকে চিঠিও দিয়েছিল দলটি। শুক্রবার ডিএমপির কর্মকর্তারা সাংবাদিকদের জানান, রাজধানীতে জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না।