Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

কাদের: বিএনপির এখনো নির্বাচনে আসার সুযোগ আছে

ওবায়দুল কাদের বলেন, ‘চারটি বিভাগে মনোনয়ন চূড়ান্ত করেছি। রবিবারের মধ্যে ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করতে পারব’

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৬:০৪ পিএম

বিএনপির এখনো নির্বাচনে আসার সুযোগ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “বিএনপি নির্বাচনে আসবে না, এটা উড়িয়ে দেওয়া যাবে না। তাদের এখনো নির্বাচনে আসার সুযোগ আছে।”

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “চারটি বিভাগে মনোনয়ন চূড়ান্ত করেছি। রবিবারের মধ্যে ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করতে পারব। নতুন কিছু এসেছে, কিছু বাদও পরেছে। যে কারণে উইনেবল (সম্ভাব্য জয়ী) প্রার্থী আমরা বাদ দেইনি।”

কাদের বলেন, “আমরা যখন বিভাগের নাম ঘোষণা করি, তখন ভিড় বেড়ে যায়। আর নির্দিষ্ট বিভাগের নাম শুনলে পিড়াপীড়ি শুরু হয়ে যায়। সে কারণে বিভাগের নাম ঘোষণা করছি না।”

তিনি আরও বলেন, “আমরা মনোনয়নের ব্যাপারে এখনই সুনির্দিষ্ট করে কিছু বলছি না। কারণ এর মধ্যে আমরা যেসকল প্রার্থী দিয়েছি, সেগুলোর মধ্যে ভুলত্রুটিও থাকতে পারে। সেখানে সংশোধনের একটা সুযোগ রেখেছি। তাই আমরা ঠিক করেছি- জেলাভাবে বা বিভাগভাবে প্রার্থিতা ঘোষণা করবো না। একসঙ্গে ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করতে চাই।”

   

About

Popular Links

x