দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রকাশিত মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশের পর চমকের পর চমক সামনে আসছে। সাবেক আইজিপিকে হটিয়ে সাবেক অতিরিক্ত ডিআইজির হাতে নৌকা দিয়ে তাঁক লাগিয়ে দিয়েছে দলটি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে নৌকার প্রার্থী হয়ে জয়লাভ করেন পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ। তবে এবার এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক অতিরিক্ত উপ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আব্দুল কাহার আকন্দ।
বঙ্গবন্ধু হত্যা, জাতীয় চার নেতা হত্যা, একুশে আগস্ট গ্রেনেড হামলাসহ গুরুত্বপূর্ণ বহু মামলার তদন্ত কর্মকর্তা এই আব্দুল কাহার আকন্দ। বেশ কিছু দিন ধরে তিনি এলাকায় নির্বাচনী প্রচারও চালিয়ে আসছেন।
এ ছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে কিশোরগঞ্জ জেলার সংসদীয় আসনগুলোতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নেও রয়েছে চমক।
কিশোরগঞ্জ-১ আসেনে শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপি মনোনয়ন পেয়েছেন।
কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ। দীর্ঘ ১৫ বছর পর আসনটিতে নৌকা মার্কা পেল আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
কিশোরগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বড় ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক।
কিশোরগঞ্জ-৫ আসনে টানা চতুর্থ বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আফজাল হোসেন।
কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নাজমুল হাসান পাপন।
হাওর অধ্যুষিত জেলা কিশোরগঞ্জ মোট ১৩ টি উপজেলা নিয়ে। এ জেলায় সংসদীয় আসন রয়েছে ছয়টি।