Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

রবিবার থেকে আবার ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আমাদের চলমান আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে’

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম

সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি চলতেই থাকবে। আমাদের চলমান আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে।”

নবম দফার এ অবরোধ আগামী ৫ ডিসেম্বর সকাল ৬টায় শেষ হবে। এর আগে গতকাল বুধবার দলটির ডাকে অষ্টম দফায় অবরোধ পালিত হয়। আজ পালিত হচ্ছে হরতাল।

About

Popular Links