Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

সোমবারের হরতাল পিছিয়ে মঙ্গলবার দিলো বিএনপি

কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে হরতাল পেছাল দলটি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম

নির্বাচন স্থগিত, খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল পিছিয়ে মঙ্গলবার পালন করবে বিএনপি।

রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। এ কারণে হরতাল পেছানো হয়েছে বলে জানান রুহুল কবির রিজভী।

শনিবার কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা যান। তার মৃত্যুতে সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

এর আগে শনিবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে হরতাল কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

   

About

Popular Links

x