Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

হঠাৎ পিটার হাসের সঙ্গে মঈন খানের বৈঠক

বৈঠক কেন হয়েছে- তা স্পষ্ট করা হয়নি ওই পোস্টে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৬ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১১ মিনিটে মার্কিন দূতাবাস বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করে। 

তবে বৈঠক কেন হয়েছে- তা বিষদ স্পষ্ট করা হয়নি ওই পোস্টে। 

পোস্টে বলা হয়, ‘‘বিএনপি নেতা আব্দুল মঈন খানের সঙ্গে দেখা করে আনন্দিত। ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’’

তবে বৈঠকের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কিছু জানাতে পারেননি। 

তিনি জানান, সোমবার তারা সাক্ষাৎ করেছেন এ তথ্য সঠিক। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে সেটা তিনি জানেন না।

   

About

Popular Links

x