Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

আপিল করে জামিন পেলেন মেজর হাফিজ, কারামুক্তিতে বাধা নেই

২০২৩ সালের ২৮ ডিসেম্বর একই আদালত পৃথক দুই ধারায় তাকে ২১ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেন

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০১:২৩ পিএম

এক যুগ আগে ঢাকার গুলশান থানার নাশকতার এক মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে জামিন দিয়েছেন আদালত।

রবিবার (১০ মার্চ) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. আমিনুল ইসলাম (ফিরোজ)।

তিনি বলেন, “গত ৫ মার্চ মেজর হাফিজ আত্মসমর্পণ করে এই মামলায় জামিন আবেদন করেন। আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে আমরা মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি আপিল দায়ের করি। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন।”

তিনি বলেন, “এই মামলায় মেজর হাফিজের জামিন হওয়ায় কারামুক্তিতে আর কোনো বাধা নেই।”

২০২৩ সালের ২৮ ডিসেম্বর একই আদালত পৃথক দুই ধারায় তাকে ২১ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ৪ জুন সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে গুলশান থানার মহাখালী ওয়্যারলেস গেট পানির ট্যাংকির সামনে রাস্তার ওপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা দেন আসামিরা। এ ছাড়া তারা রাস্তায় চলাচলরত গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।

২০১৪ সালের ২৯ এপ্রিল মামলাটি তদন্তের পর গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান তালুকদার আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২২ সালের ২৫ এপ্রিল এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

   

About

Popular Links

x