Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

হাত ভেঙে হাসপাতালে আফরোজা আব্বাস

ওজু করতে বাথরুমে গেলে পা পিছলে মেঝেতে পড়ে আহত হন তিনি

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৭:৩৮ পিএম

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস গুরুতর আহত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে ওজু করতে বাথরুমে গেলে পা পিছলে মেঝেতে পড়ে আহত হন তিনি। এতে তার ডান হাত ভেঙে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, “আফরোজা আব্বাস বর্তমানে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডা. এম আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।”

জানা গেছে, দ্রুত হাসপাতালে নেওয়া হলে অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আলীর নেতৃত্বে একদল চিকিৎসক আফরোজা আব্বাসের হাতে দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করেন।

উল্লেখ্য, কয়েকমাস আগে বাথরুমে পিছলে পড়ে পা ভেঙেছিলেন আফরোজা আব্বাস।

About

Popular Links