Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

দলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৪৩ পিএম

পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন। 

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


আরও পড়ুন: নেতা-কর্মীরা উপজেলা নির্বাচনে গেলে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি


জানা গেছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে আবু দাউদ প্রধানকে বহিষ্কার করা হয়েছে। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে আবু দাউদ প্রধান জানান, "এখনও চিঠি পাইনি। তবে শুনেছি আমাকে বহিষ্কার করা হচ্ছে। আমি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের চাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছি।"

About

Popular Links