Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিএনপি নেতাদের ধন্যবাদ জানালেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বলেন, 'খালেদা জিয়া সৌজন্যতা রক্ষা করেননি।'

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০৯:০১ পিএম

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'অতীতে বেগম জিয়া অসৌজন্যতা দেখালেও, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অসুস্থ অবস্থায় দেখতে এসে সহমর্মিতা প্রকাশের জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতাদেরকে ধন্যবাদ।'

আজ সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে সদ্যপ্রয়াত সাংবাদিক মো. শাহ আলমগীর স্মরণে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, 'গতকাল ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির কয়েকজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অসুস্থ অবস্থায় দেখতে যান। এ সৌজন্যতা ও সহমর্মিতার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। রাজনীতিতে সৌজন্যতা ও সহমর্মিতা থাকাই উচিত।'

এসময় তথ্যমন্ত্রী বলেন, 'বেগম জিয়ার পুত্র আরাফাত রহমানের মৃত্যু সংবাদে সেইসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জানাতে খালেদা জিয়ার কাছে গেলে ১০ মিনিট দাঁড়িয়ে থাকার পরও দরজা খোলা হয়নি। খালেদা জিয়া সৌজন্যতা রক্ষা করেননি।'

'সৌজন্যতা দেখাতে খালেদা জিয়া ব্যর্থ হলেও, বিএনপির সিনিয়র নেতারা হাসপাতালে গিয়ে যে সৌজন্যতা ও সহমর্মিতা দেখিয়েছেন সেজন্য তাদের ধন্যবাদ ও সাধুবাদ জানাই।’



   

About

Popular Links

x