ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)- আসন্ন নির্বাচনে অনিয়মের আশঙ্কা করছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি, বিগত জাতীয় নির্বাচনের পথই অনুসরণ করবে ডাকসু নির্বাচন।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দলের ঘোষণা পত্র প্রকাশের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় আসন্ন ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গত ৩০ ডিসেম্বরের নির্বাচন যেমন হয়েছে ডাকসু নির্বাচনও তেমনই হবে। পার্থক্য হতে পারে একটাই, তা হলো- সেদিন আগের রাতেই কারচুপি হয়েছিল আর এবার দিনের আলোতেই কারচুপি হবে।
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯টি হল রয়েছে। সুষ্ঠু নির্বাচন হয়েছে দাবি করতে তারা দু-তিনটি হলে বিএনপিকে জিতিয়ে দিতে পারে।
আর তারপর ওই এক বা দু'জন আবার মনসুর আহমেদের মতো আচরণ করতে পারেন, যোগ করেন তিনি।