Tuesday, June 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

মির্জা ফখরুল: বিএনপি এখন অত্যন্ত সংকটময় মুহূর্তে

'আমরা দলকে এখন সুসংগঠিত করতে কাজ করছি'

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০৬:৪০ পিএম

বিএনপি এখন অত্যন্ত সংকটময় মুহূর্ত অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার মানিকগঞ্জে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই মন্তব্য করেন বলে ইউএনবি জানিয়েছে।

ফখরুল বলেন, "দলের চেয়ারপার্সন খালেদা জিয়া বিনা অপরাধে রাজনৈতিক কারণে কারাভোগ করছেন। আমরা দলকে এখন সুসংগঠিত করতে কাজ করছি। পাশাপাশি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি এবং জনগণের দাবি ও অধিকার আদায়ে কাজ করছি"।

এসময় প্রয়াত বিএনপি নেতা খোন্দকার দেলোয়ার হোসেন কে স্মরণ করে ফখরুল বলেন, "খোন্দকার দেলোয়ার হোসেন ছিলেন একজন বর্ণাঢ্য জীবনের অধিকারী। অতীতে বিএনপির সংকটময় মুহূর্তে তিনি দলকে সুসংগঠিত করে রেখেছিলেন। বিএনপির এ ক্রান্তিকালে তার মতো যোগ্য নেতাকে আমরা বার বার স্মরণ করছি।"

এ সময় নিউজিল্যান্ডে ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব।

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে খোন্দকার দেলোয়ার হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং মোনাজাত করেন মির্জা ফখরুল।

   
Banner

About

Popular Links

x