Tuesday, April 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভ্রাম্যমাণ ফুচকা-চটপটির দোকানিদের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪ পিএম

শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রাব্বানী অর্ণবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য গোলাম রাব্বানী অর্ণবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।

এর আগে, গত রবিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম দিনের ভর্তি পরীক্ষা চলাকালে বটতলা এলাকায় কয়েকটি ভ্রাম্যমাণ ফুচকা-চটপটির দোকানে বিভিন্ন হারে চাঁদা দাবির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

   

About

Popular Links

x