Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বের সঙ্গে একই দিনে রোজা-ঈদ পালনের পথ খোঁজার আহ্বান তারেক রহমানের

‘বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কি-না, উপায় আছে কি-না, এই বিষয়টি আপনাদের আমি চিন্তা করার অনুরোধ করবো’

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৭:৫৮ পিএম

সারাবিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও রমজানের রোজা ও ঈদ পালনের পথ খুঁজতে বাংলাদেশের ওলামা মাশায়েখদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (২ মার্চ) ঢাকায় ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ওলামা মাশায়েখদের উদ্দেশে তারেক রহমান বলেন, “মুসলমান হিসেবে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খেয়েছে। আমরা দেখেছি খ্রিষ্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে। আমি এখানে উপস্থিত ওলামা মাশায়েখগণকে অনুরোধ করবো, সারাদেশে অনেক জ্ঞানী ওলামা মাশায়েখ আছেন, আমরা চিন্তা করে দেখতে পারি কি-না, আলোচনা করে দেখতে পারি কি-না, বাংলাদেশের মানুষ সারাবিশ্বের মানুষের সঙ্গে একই দিনে একসঙ্গে আমরা রোজা এবং ঈদ পালন করতে পারি কি-না।”

তিনি আরও বলেন, “বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কি-না, উপায় আছে কি-না, এই বিষয়টি আপনাদের আমি চিন্তা করার অনুরোধ করবো।”

   

About

Popular Links

x