Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

ফারুক: নির্বাচন পেছাতে এনসিপি বিশৃঙ্খলা সৃষ্টি করছে

গণপরিষদ নয়, একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৮:৩২ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, “বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের নিয়ে গঠিত ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) জাতীয় নির্বাচন পেছানোর জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করছে।”

তিনি বলেন, ‘‘দেশের মানুষ আন্দোলন সফল করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে জাতীয় নির্বাচনের পথ সুগম করেছে। কিন্তু নতুন দল (এনসিপি) এখন নির্বাচন পেছানোর জন্য বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। মানুষ এটা বলতে শুরু করেছে।’’

বুধবার (১২ মার্চ) নারীর প্রতি ব্যাপক সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হয়রানি, আইনশৃঙ্খলার অবনতি ও ন্যায়বিচারহীনতার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সংসদের বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ ফারুক জাতীয় নির্বাচনের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি সতর্ক করে বলেন, ‘‘সরকার যদি সংস্কারের অজুহাতে নির্বাচন পেছায়, তাহলে আওয়ামী লীগের প্রেতাত্মারা অবশ্যই মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে। সরকার অবশ্যই সংস্কার করবে, তবে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।”

বিএনপির এই নেতা বলেন, ‘‘আমি সরকারকে বলতে চাই, আমি গণপরিষদ বুঝি না। আমি শুধু একটা জিনিসই বুঝি, আমার বিরুদ্ধে ৮৪টি মামলা ছিল, আর ১৬টার মধ্যে ৯ বছর আমি কারাগারে ছিলাম। একজন রাজনৈতিক কর্মী ও মুক্তিযোদ্ধা হিসেবে আমি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জনগণের আশা-আকাঙ্ক্ষার আলোকে গণপরিষদ নয়, একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানাচ্ছি।’’

ফারুক আরও বলেন, “ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা রাজনৈতিক দলগুলো একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠন করবে এবং সংসদে আলোচনা করে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। দেশের জনগণ নির্বাচন আয়োজনের মাধ্যমে তাদের ভোটাধিকার ফিরিয়ে আনার দায়িত্ব ড. ইউনূসকে দিয়েছে। তাই তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে অংশ নেওয়া জনগণ ও রাজনৈতিক দলগুলোর দাবি, দ্রুত নির্বাচন দিতে হবে।’’

বিএনপির এই নেতা বলেন, “নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত সরকার ফ্যাসিবাদীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে এবং তাদের অপকর্ম উন্মোচন করতে সক্ষম হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে একটি নির্বাচন আয়োজন করুন, যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’’

   

About

Popular Links

x