দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট বাংলাদেশের আয়োজনে ইন্সটিটিউটের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা, ইফতার ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, “দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। ভিন্নমত হলেও পরস্পর সহনশীলতা, শ্রদ্ধাবোধ থাকতে হবে।”
দেশে সবার জন্য সব ক্ষেত্রে লেভেল-প্লেয়িং ফিল্ড তৈরির ওপর গুরুত্বারোপ করে এই বিএনপি নেতা বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।”
“এখন একেকটি দিন অতিবাহিত হচ্ছে গণতন্ত্রহীন দেশ হিসেবে। একেকটি দিন যাচ্ছে যেখানে জনগণের প্রতিনিধিত্ব নেই, জনগণের ফিডব্যাক নেই। জনগণের সমর্থন, প্রতিনিধিত্ব, নির্বাচন ছাড়া গণতান্ত্রিক অর্ডার (শৃঙ্খলা) ফিরিয়ে আনা যাবে না।”
ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সভাপতি প্রকৌশলী সেলিম মো. জানে আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি প্রমুখ।