Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

শেখ হাসিনার ফেরা নিয়ে বাবা-চাচাদের বিতণ্ডা, বিএনপি কর্মীকে গুলি

গুলির অভিযোগ আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৯:৩৫ এএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে যশোরের চৌগাছা উপজেলায় আজগর আলী (২৬) নামে এক বিএনপি কর্মীকে গুলির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ মার্চ) রাত আটটার দিকে উপজেলার সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আজগর আলী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের আব্বাস আলীর ছেলে। অভিযুক্ত ইমরান একই গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আজগর আলীর বাবা আব্বাস আলী।

আজগরকে স্থানীয় আওয়ামী লীগের কর্মী ইমরান (২৫) গুলি করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, আজগর বিএনপি, আর ইমরান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শুক্রবার সন্ধ্যায় সৈয়দপুর গ্রামে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা ইমরানের চাচা আলতাফ হোসেন ও আজগরের বাবা আব্বাস আলীর মধ্যে –কাটাকাটি হয়। এ নিয়ে একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় একপক্ষ অপরপক্ষকে হুমকি দেয়।

পরে রাত আটটার দিকে আজগরসহ কয়েকজন গ্রামের পণ্ডিত মোড়ে অবস্থান করছিলেন। এ সময় ইমরান সেখানে গিয়ে গুলি ছোড়েন। একটি গুলি আজগরের পায়ে বিদ্ধ হয়। এ সময় স্থানীয় লোকজন ইমরানকে ধরে পিটুনি দেন। পরে চিকিৎসা দেওয়ার কথা বলে ইমরানকে সরিয়ে নেয় তার পক্ষের লোকজন। এরপর থেকেই ইমরান পলাতক। আর গুলিবিদ্ধ আজগরকে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শুক্রবার রাতেই পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, পিস্তলের দুটি গুলি ও গুলির একটি খোসা উদ্ধার করেছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি প্রথম আলোকে বলেন, “এক্স–রে প্রতিবেদনে দেখা গেছে, আজগরের পায়ে গুলিবিদ্ধ হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি গুলি ও গুলির একটি খোসা উদ্ধার করা হয়েছে।”

   

About

Popular Links

x