Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইফতার পার্টি নিয়ে বিএনপির দুইপক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

ময়মনসিংহের নান্দাইলে ইফতার পার্টির আয়োজনকে কেন্দ্র করে ঘটা সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৯:৪১ পিএম

ময়মনসিংহের নান্দাইলে ইফতারের আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে নান্দাইলের শহিদ স্মৃতি আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

পুলিশ ও দলীয় নেতাকর্মীরা জানান, নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খানের অনুসারীরা শহিদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে ইফতার পার্টির আয়োজন করেন। একই স্থানে পৌর বিএনপির আহ্বায়ক আজিজুল পিকলুর অনুসারীরাও ইফতার পার্টির আয়োজন করতে যান। এ নিয়ে বিকেল ৫টার দিকে দুইপক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহতরা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নান্দাইল পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার বলেন, “বুধবার নান্দাইলের শহিদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে ইফতার পার্টির জন্য কলেজের অধ্যক্ষের কাছ থেকে গতকাল বিকেলে অনুমতি নেয় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। লিখিত আবেদনের পর ইফতার পার্টির অনুমতিও দেন অধ্যক্ষ। কিন্তু রাতে বিএনপির আরেকটি পক্ষ একই সময়ে কলেজ চত্বরে ইফতার পার্টি করার অনুমতি চায়। কিন্তু তাদের অনুমতি দেওয়া হয়নি। বুধবার বিকেল থেকে ইফতার পার্টি ঘিরে বিএনপির দুইপক্ষ সংঘর্ষে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেল ৫টায় ১৪৪ ধারা জারি করা হয়। রাত ৮টা পর্যন্ত পৌর এলাকায় তা বলবৎ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হলের ১৪৪ ধারা রাত ১০টা পর্যন্ত থাকবে।”

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বলেন, “একই স্থানে ইফতার পার্টির আয়োজনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। তবে গুলি ছোড়ার ঘটনা ঘটেনি। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।”

   

About

Popular Links

x