Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

রিজভী: জনগণ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলে বিএনপির কিছু বলার নেই

অপরাধের সঙ্গে জড়িত নেতাদের বিচারেরও দাবি করেছেন তিনি

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০২:২৯ পিএম

আওয়ামী লীগে যারা অপরাধী নয় তাদের যদি জনগণ রাজনীতি করার সুযোগ দেয় তাহলে বিএনপির কিছু বলার নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২১ মার্চ) সকালে ঢাকার উত্তরার দক্ষিণখানে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, “আওয়ামী লীগ অনেক পুরাতন রাজনৈতিক দল। যারা অপরাধী তাদের বিচার হলে, তারপরে জনগণ যদি তাদের রাজনীতি করার সুযোগ দেয় তাহলে তো আমাদের কিছু বলার নেই।”

তিনি বলেন, “আওয়ামী লীগের নেতৃত্বে যে আসবে, সে যদি ছাত্র হত্যা, অপরাধ, অর্থ লোপাট ও টাকা পাচার না করে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না?”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না, এমন প্রশ্ন উঠছে, অথচ এই প্রশ্ন উঠেছে না, যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার হবে কি না। কারা এই কাজ করেছে? এটা কি মানুষ দেখেনি?”

এসময় বিএনপির এই নেতা আরও জানান, যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচার হতেই হবে। আর কোনো ফ্যাসিবাদের উত্থান যেন না হয়, সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

   

About

Popular Links

x