Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

ব্যারিস্টার খোকন: আওয়ামী লীগ দল হিসেবে কোনো অপরাধ করেনি

প্রত্যেক মানুষের রাজনীতি করার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৯:২৩ এএম

আওয়ামী লীগ দল হিসেবে কোনো অপরাধ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী রেলস্টেশন চত্বরে এক গণ ইফতার কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, '‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। প্রত্যেক মানুষের রাজনীতি করার অধিকার রয়েছে। বাংলাদেশের প্রত্যেক ব্যক্তি তার সংগঠন করতে পারবে। আমরা প্রত্যেক ব্যক্তির সংগঠন করার অধিকারে বিশ্বাস করি। বর্তমান সরকার নির্ধারণ করবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না। তবে যারা অপরাধ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। তবে আওয়ামী লীগ দল হিসেবে কোনো অপরাধ করেনি।’'

তিনি আরও বলেন, '‘গত ১৫ বছর এই দেশে কোনো ভোটাধিকার ছিল না। সরকারের জবাবদিহিতা ছিল না, যার জন্য শেখ হাসিনার ছত্রছায়ায় থেকে অনেকে লুটপাট করেছে, জনগণের টাকা লুটপাট ও পাচার করেছে। সর্বশেষে আমি দোয়া করি, আল্লাহ যেন প্রফেসর ড. ইউনূসকে দ্রুত সংসদ নির্বাচন করার ব্যবস্থা করে দেন।’'

   

About

Popular Links

x