Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহবায়ক গ্রেপ্তার

হত্যাচেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যের মামলা

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০২:৪১ পিএম

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৩ মার্চ) ভোরে সিলেটের জালালাবাদ থানার হাউশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মাহবুবুর রহমান বাদী হয়ে শাহপরাণ থানায় হত্যাচেষ্টা মামলা করেছেনন। এতে ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার আকতার হোসেন মামলার এজাহারভুক্ত আসামি।

শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মাহবুবুর রহমান বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেন বলেন জানান তিনি।

জানা গেছে, সিলেটের বালুচর এলাকার একটি কনভেনশন হলে সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দলটিরমুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী। ইফতার–পূর্ব আলোচনা সভায় উপস্থিত কয়েকজনের মধ্যে তর্ক করতে দেখা যায়। এ দৃশ্য ভিডিও করলে সাংবাদিকদের ওপর চড়াও হন আয়োজকদের কয়েকজন। পরে ইফতারের আগমুহূর্তে অনুষ্ঠানস্থল থেকে চলে যান সাংবাদিকেরা।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল কাউকে বক্তব্যের কোনো সুযোগ না দেওয়া, বিভিন্ন উপজেলাভিত্তিক ইফতারির টেবিল সংরক্ষিত থাকলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য কোনো টেবিল সংরক্ষিত না রাখা প্রভৃতি বিষয়ে নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে।

এ ঘটনায় তার ওপর হামলার অভিযোগ এনে হত্যাচেষ্টা মামলা করেছেন মাহবুবুর রহমান।

   

About

Popular Links

x