রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, “দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয়। সামরিক হস্তক্ষেপের পরিবর্তে, সশস্ত্র বাহিনীকে তাদের জাতীয় কর্তব্য ও দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকা উচিত।”
সোমবার (২৪ মার্চ) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম জানান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তার এবং এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক বৈঠক নিয়ে দলের মধ্যে কোনো অভ্যন্তরীণ মতবিরোধ নেই। তিনি তথাকথিত “রিফাইন্ড আওয়ামী লীগ” নামে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার প্রচারণা প্রত্যাখ্যান করতে জনগণের প্রতি আহ্বান জানান।
গুজবকে সামাজিক ব্যাধি হিসেবে বর্ণনা করে সারজিস ভুল তথ্য মোকাবিলায় সরকারের প্রতি একটি গুজববিরোধী সেল প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, “গুজববিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি জনগনকে সচেতন হতে হবে।”
এ দিন সন্ধ্যায় এনসিপির চলমান রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে পঞ্চগড়ের পাঁচটি উপজেলাজুড়ে একাধিক পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে সারজিসের।