Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

নোয়াখালীতে এনসিপির হান্নান মাসউদের ওপর হামলা

সন্ধ্যায় পর পথসভা করছিলেন হান্নান মাসউদ, এসময় তার ওপর হামলা হয়

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১১:৪৮ পিএম

নোয়াখালীর হাতিয়ায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক হান্নান মাসউদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হান্নান মাসউদের দাবি- স্থানীয় বিএনপির কয়েকজন তার ওপর হামলা চালিয়েছেন।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে।

হামলার পর হান্নান মাসউদ সাংবাদিকদের বলেন, “আমরা মানুষের সঙ্গে কথা বলছিলাম। এমন সময় বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন মিছিল নিয়ে এসে আমাদের মিটিংয়ে ঢুকে পড়ে এবং হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন।”

তিনি আরও বলেন, “হামলার সঙ্গে জড়িত চিহ্নিত চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আমরা সড়কে অবস্থান নিয়েছি।”

সোমবার রাত সাড়ে ১০টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এক পোস্টে দাবি করা হয়, “নোয়াখালীর হাতিয়ার জাহাজমারাতে বিএনপির সন্ত্রাসী বাহিনী কর্তৃক আব্দুল হান্নান মাসউদ ভাইকে মেরে ফেলার উদ্দেশ্য অতর্কিত হামলা।”

পোস্টটিতে আরও বলা হয়, “এতে হান্নান মাসউদ ভাইসহ ৫০+ নেতাকর্মী গুরুতর আহত”

এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাত সাড়ে আটটা থেকে জাহাজমারা বাজারে সড়ক অবরোধ করেন এনসিপির কর্মী-সমর্থকেরা।

হাতিয়া থানা পুলিশের কর্মকর্তা মুকুল আহমদ সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে বলেন, “সন্ধ্যায় গ্রামের বাজারটিতে পথসভা করছিলেন আবদুল হান্নান মাসউদ। সেই সময় বিএনপির একটি মিছিল সেখানে এলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।”

এই পুলিশ কর্মকর্তা জানান, ঈদের আগের হাটবার হওয়ায় সেখানে ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের অনেক ভিড় ছিল। এর মধ্যে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পরে আবদুল হান্নান মাসউদ তার সমর্থকদের নিয়ে হাটের পাশে রাস্তায় অবস্থান নেন।

নোয়াখালীর হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, “হান্নান মাসউদের পথসভায় হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

   

About

Popular Links

x