Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

উজ্জল রায় নামের আবেদনকারীর প্রত্যাশিত প্রতীক নৌকা অথবা ইলিশ

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৬:৪৬ পিএম

“আওয়ামী লিগ” নামে নতুন একটি দল গঠন করে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছেন উজ্জল রায় নামের এক ব্যক্তি।

আবেদনপত্রে দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (২৪ মার্চ) দল গঠন করে সেদিনই তিনি নিবন্ধনের জন্য আবেদন করেছেন। দলের কার্যালয় দেখানো হয়েছে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ।

উজ্জল রায় তার আবেদনে প্রতীক হিসেবে চেয়েছেন নৌকা অথবা ইলিশ। গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীকও নৌকা।

নিবন্ধনের আবেদনে উজ্জল রায় নিজেকে “আওয়ামী লিগ”র সভাপতি পরিচয় দিয়েছেন।

আবেদনপত্রের তথ্য অনুযায়ী, উজ্জল রায়ের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। তার বাবার নাম নরেশ চন্দ্র রায়, মাতার পারুল রায়।

নতুন দল গঠনের বিষয়ে উজ্জল রায় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমকে বলেন, “ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি ভোট করতে চাই। সম্মেলনের আগে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছি। তখন দেখা করতে পারিনি।”

তিনি আরও বলেন, “আমি ওই আসনে নির্বাচন করতে চাই। আমার দলে এখন পর্যন্ত আমিই একজন। আওয়ামী লিগ নামে নিবন্ধন আবেদন করেছি।”

নিবন্ধন আবেদনের ৭ (ক) ঘরে- দলীয় প্রতীকে নির্বাচিত একজন সংসদ সদস্যের নাম জানতে চাওয়া হয়েছে। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের নাম উল্লেখ করা হয়েছে।

উজ্জল রায়ের আবেদনের বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমকে বলেন, “একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে আইন ও বিধি আছে, তা পর্যবেক্ষণ করে সমস্ত শর্ত যদি পূরণ করে- তাহলে তাকে নিবন্ধন দিয়ে থাকি। শর্ত যদি পূরণ করতে না পারে, তাহলে আমরা তাকে গ্রহণ করতে পারব না।”

নতুন দলের নিবন্ধন আবেদনের জন্য ২০ এপ্রিল পর্যন্ত সময় রয়েছে বলে জানান তিনি।

   

About

Popular Links

x