Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

গয়েশ্বর চন্দ্র রায়: নির্বাচন যতই বিলম্ব হবে অন্তর্বর্তী সরকার ততই বিপদে পড়বে

‘শিক্ষার্থীরা বিএনপির সম্পর্কে যেসব কথা বলছে তা অত্যন্ত আপত্তিজনক’

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৮:৪৩ পিএম

নির্বাচন যতই বিলম্ব হবে অন্তর্বর্তীকালীন সরকার ততই বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, “নির্বাচন যতই বিলম্ব হবে, অন্তর্বর্তীকালীন সরকার ততই বিপদে পড়বে। কারণ শেখ হাসিনা ক্ষমতাধর হয়েও ক্ষমতায় থাকতে পারেনি। জনগণের বিরুদ্ধে গেলে এ সরকারও বেশি দিন টিকবে না।”

মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে প্রয়োজনীয় সংস্কার করবে। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে আমরা ৩১ দফার ভিত্তিতে আন্দোলন করেছি। অন্তর্বর্তী সরকার বোধহয় তা পছন্দ করেনি। তাই তারা সংস্কার সংস্কার করছে।”

শিক্ষার্থীদের দল নাগরিক পার্টির নেতাদের উদ্দেশে তিনি বলেন, “তাদের আন্দোলনের সঙ্গে আমরাও ভূমিকা রেখেছি। কিন্তু তারা এখন বিএনপির সম্পর্কে যেসব কথা বলছে, তা অত্যন্ত আপত্তিজনক। সম্প্রতি তারা সেনাবাহিনীর বিরুদ্ধেও কথা বলেছে। এতে সরকারের দায় আছে। কারণ সরকার তাদের বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।”

তিনি বলেন, “জনগণ যদি আপনাদের ভোট দেয় আমাদের কোনও আপত্তি নেই।  কিন্তু কথাবার্তা সংযত হয়ে বলতে হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তি বৃদ্ধিকরণ এবং দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

   

About

Popular Links

x