Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

গণঅভ্যুত্থানে আহত ইমরানের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান

দীর্ঘ ৮ মাসেরও বেশি সময় ধরে ইমরান জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১০:৪০ পিএম

গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হওয়া ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইমরানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের মাধ্যমে তারেক রহমান ইমরানের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তিনি ইমরানের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন।

গত বছরের ১৯ জুলাই রাজধানীর পল্টন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইমরান গুলিবিদ্ধ হন। এরপর থেকে দীর্ঘ ৮ মাসেরও বেশি সময় ধরে তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছেন।

তারেক রহমান মোবাইল ফোনে ইমরানকে বলেন, “তুমি চিন্তা করো না, যতদিন লাগুক আমরা তোমাকে সুস্থ করার জন্য চেষ্টা করে যাব। মনে সাহস রাখবা, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে সুস্থ করে তুলবেন।”

তারেক রহমানের সঙ্গে কথা বলা শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সাংবাদিকদের বলেন, “ইমরানসহ বিএনপি ও ছাত্রদলের যারা আহত হয়েছেন তাদের খোঁজ নিচ্ছি আমরা। আহত ও নিহতদের পরিবারকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ইদ শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি।

   

About

Popular Links

x