Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

নাছির উদ্দিন: চব্বিশের গণঅভ্যুত্থানের ইতিহাস বিনষ্ট করছে একটি রাজনৈতিক দল

‘মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে আওয়ামী লীগ ইতিহাসকে এইরকম একপেশে করেছিল’

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১২:০৮ পিএম

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, “গত সাড়ে ১৫ বছর ধরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা, স্বাধীনতা পরবর্তী ইতিহাসকে ব্যাপকভাবে একপেশে করা হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে আওয়ামী লীগ একক সম্পত্তি হিসেবে বানিয়ে ফেলেছে। আমরা চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেইরকম একটা প্রবণতা লক্ষ্য করছি।”

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাছির উদ্দীন নাছির বলেন, “গণঅভ্যুত্থানের একক মালিকানা হিসেবে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে, সেই রাজনৈতিক দলটি শুধুমাত্র গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে তারা রাজনৈতিক দল গঠন করলেও তারা শুধুমাত্র একটি নির্দিষ্ট শ্রেণীগোষ্ঠীতে আবদ্ধ হয়েছে।”

তিনি বলেন, “আপনারা দেখবেন নতুন রাজনৈতিক দলের অভিষেক অনুষ্ঠান ও তাদের যে ইফতার পার্টি হয়েছিল, সেখানে বাংলাদেশের গণ-অভ্যুত্থানের যে আইকনিক শহিদ, শহিদ ওয়াসিম, শহিদ মুগ্ধ, শহিদ আবু সাইদদের মধ্যে শহিদ সাইদ ও শহিদ মুগ্ধের নাম বারবার বলা হলেও সেখানে আইকনিক শহিদ হলেও শহিদ ওয়াসিমের নামটি বাদ দেওয়া হয়েছে, খুবই উদ্দেশ্য প্রণোদিত ভাবে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা ছিলেন।”

ছাত্রদলের এই শীর্ষ নেতা বলেন, “গণঅভ্যুত্থানের যে মালিকানা দাবি করে যে রাজনৈতিক দল গঠন করা হয়েছে তারাও চব্বিশের গণ-অভ্যুত্থানের যে ইতিহাসকে বিনষ্ট করছে। যেরকম বিগত সময়ে আমরা দেখেছি, মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে আওয়ামী লীগ ইতিহাসকে এইরকম একপেশে করেছিল।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি বিএনপি ও ছাত্রদল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে ধারণ করি। একই সাথে প্রকৃত যে ইতিহাস, সেটি মুক্তিযুদ্ধ হোক অথবা চব্বিশের গণঅভ্যুত্থান হোক, সেটির যেন সঠিক ইতিহাস সবাইকে জানানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

এ সময় তার সঙ্গে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x