Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

এক দশক পর পরিবারের সঙ্গে খালেদা জিয়ার ঈদ, দেশে ফেরা নিয়ে পরিকল্পনা

সবশেষ ২০১৫ সালে পরিবারের সঙ্গে ঈদ করেছিলেন খালেদা জিয়া

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৭:৪৬ পিএম

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১০ বছর পর এবার লন্ডনে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদ-উল-ফিতর উদযাপন করবেন। শেষবার লন্ডনে খালেদা যখন ঈদ উদযাপন করেছিলেন তখন তার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী-সন্তানেরা সঙ্গে ছিলেন। ছিলেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র স্ত্রী-সন্তনরাও। কোকোর মৃত্যুর পর সেটি ছিল জিয়া পরিবারের জন্য এক আবেগঘন পুনর্মিলন।

২০১৫ সালের সেপ্টেম্বরের সেই ঈদের ১০ বছর পর আবার ছেলে, পূত্রবধু ও নাতি-নাতনিদের সঙ্গে ঈদ করার সুযোগ পেলেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়া গত কয়েক বছরের তুলনায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এবার ঈদ পরিবারটির জন্য বিশেষভাবে তাৎপপর্যপূর্ণ।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ড. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। যা খালেদা জিয়ার পরিবার ও সমর্থকদের জন্য আশা জাগানিয়া।

অন্যদিকে, বেগম খালেদা জিয়া ঈদের পর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। পরিবার-পরিজনদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তার দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি চলছে। তবে সে প্রক্রিয়াটি একটু জটিল, কারণ খালেদা জিয়ার দেশে ফিরতে বিশেষ মেডিকেল ব্যবস্থাপনা প্রয়োজন।

তার নিরাপদে দেশে ফেরার জন্য লাগবে এয়ার অ্যাম্বুলেন্স। কারণ, তার শারীরিক অবস্থা এখনও যথেষ্ট স্পর্শকাতর।

লন্ডনে যাওয়ার সময় কাতার সরকার খালেদা জিয়ার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেছিল। এমনটা আবারও ঘটতে পারে বলেও আশাবাদী বিএনপি।

তবে তারিখ নিয়ে অনিশ্চয়তা থাকলেও পরিবারের সঙ্গে খালেদা জিয়ার পুনর্মিলন এবং তার দেশে ফেরার সম্ভাবনা সমর্থক ও দেশের রাজনৈতিক পরিসরে আবেগঘন সাড়া ফেলেছে।

   

About

Popular Links

x