Tuesday, June 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইশরাক সমর্থকদের আল্টিমেটাম, দাবি না মানলে ঢাকা অচলের হুঁশিয়ারি

ইশরাককে মেয়র পদে বসানোর সিদ্ধান্ত নিতে সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা

আপডেট : ২০ মে ২০২৫, ০৭:০৬ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার সকাল ১০টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে তার সমর্থকরা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান আন্দোলনকারীরা।

মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টার দিকে নগর ভবনের সামনে অবস্থিত অস্থায়ী মঞ্চ থেকে আন্দোলনের সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান এ ঘোষণা দেন। একইসঙ্গে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

মশিউর রহমান বলেন, ‘‘আগামীকাল সকাল ১০টায় নগর ভবনের সামনে আমরা হাজির হবো। দাবি না মানলে অবস্থা বুঝে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’’

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ যে বক্তব্য দিয়েছেন, তা জাতির সঙ্গে প্রতারণা, গণতন্ত্রের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেন তিনি। এর আগে সোমবার উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে বলেন, গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে।

এদিকে এই আন্দোলন ও দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। ইউনিয়নগুলো আগামীকাল সকালের মধ্যে দাবি মানা না হলে পরিচ্ছন্নতাসেবা, ময়লা পরিবহনসেবা, বিদ্যুৎ-সেবাসহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয়। একাত্মতা প্রকাশ করা সংগঠনগুলো হলো- স্ক্যাভেঞ্জার অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন, পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বিদ্যুৎ কর্মচারী সমাজকল্যাণ সমিতি, ৪র্থ শ্রেণি কর্মচারী সমাজকল্যাণ সমিতি।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে শপথের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সাত দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকেরা। এরই ধারাবহিকতায় আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এই আন্দোলনের ফলে বন্ধ রয়েছে ডিএসসিসির সব নাগরিক সেবা। সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন অনেকেই।

   

About

Popular Links

x