রাজধানীর কাকরাইল মোড়, মৎস্য ভবন মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে “অবস্থান কর্মসূচি” চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। তারা অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি করছেন।
পাশাপাশি, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত সড়ক না ছাড়ারও ঘোষণা দেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (২২ মে) দুপুর সাড়ে ১১টায় ইশরাকের পক্ষে হাইকোর্টের রায় আসার পর নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়তে থাকে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে শামিল হন কয়েক হাজার নেতাকর্মী। এক পর্যায়ে যমুনা থেকে মৎস্য ভবন পর্যন্ত পুরো রাস্তা লোকে লোকারণ্য হয়ে যায়।
বেলা দেড়টার দিকে কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মীদের ভিড় বাড়তে দেখা যায়। অনেকে দলে দলে মিছিল নিয়ে এই মোড়ে আসছিলেন। মোড়ে এসে তারা স্লোগান দিচ্ছিলেন। এসব স্লোগানের মধ্যে আছে- “দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ”, “দফা এক, দাবি এক, মাহফুজের পদত্যাগ”; “এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার”।
দুপুরে ইশরাক হোসেন তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়তে নেতাকর্মীদের নির্দেশ দেন।
ইশরাক হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে লিখেছেন, “আন্দোলনকারী ভাইদের বলবো এইসব মূলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলেছে লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।”