অন্তর্বর্তীকালীন সরকরের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে আলোচিত বৈঠকের শুরুতেই দুজনকে উষ্ণ সৌজন্য বিনিময় করতে দেখা যায়।
শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে (স্থানীয় সময় ৯টা) লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারের বৈঠকস্থলে প্রবেশ করেন তারেক রহমান।
এ সময় কিছুটা এগিয়ে এসে তাকে স্বাগত জানান ড. ইউনূস। এই সংক্ষিপ্ত সময়ে দুজনের মধ্যে হয় একটি আন্তরিক হালকা আলাপচারিতা।
হোটেলে প্রবেশ করে তারেক রহমান এগিয়ে এসে প্রথমেই বলেন, “কেমন আছেন?”
ড. ইউনূস উত্তরে হেসে বলেন, “হ্যাঁ, ভালো আছি।” এরপর তিনি বলেন, “খুব ভালো লাগলো।”
তারেক রহমান উত্তরে বলেন, “আমারও ভীষণ ভালো লাগছে, আই ফিল অনার্ড। আপনার শরীর ভালো আছে?”
উত্তরে ড. ইউনূস বলেন, “চলছে…টেনেটুনে চলছে।”
তারেক রহমান বলেন, “আম্মা আপনাকে সালাম জানিয়েছেন।”
ড. ইউনূস জবাব দেন, “উনাকেও আমার সালাম জানাবেন।”
এরপর লন্ডনের আবহাওয়া নিয়ে কথা বলেন তারা। ড. ইউনূস বলেন, “আজকের আবহাওয়াটা খুব ভালো। একটানা এ রকম পাওয়াটা…।”
তারেক রহমান বলেন, “হ্যাঁ, দুপুর নাগাদ সম্ভবত আরেকটু গরম পড়বে।”
ড. ইউনূস বলেন, “এনজয় করেছি। সামনে পার্ক আছে।”
তারেক রহমান জানতে চান, “আপনি গিয়েছিলেন?”
ড. ইউনূস বলেন, “হ্যাঁ, গিয়েছিলাম।”
তারেক রহমান বলেন, “একটা জিনিস এখানে খুব ভালো, হাঁটার অনেক জায়গা আছে।”
এরপর আরও কিছুক্ষণ সকলের সামনে আরও কিছু হালকা আলাপ করেন উভয়ে।