Thursday, July 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

বৈঠক শেষ, হাস্যোজ্জ্বল মু‌খে বে‌রি‌য়ে এলেন তা‌রেক রহমান

প্রধান উপ‌দেষ্টার প্রেস উইং ও বিএন‌পির নেতারা যৌথভা‌বে প্রেস ব্রিফিং করার প্রস্তুতি নিচ্ছেন

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৪:২৯ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ হয়েছে। বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে কলম ও বই উপহার দিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠকটি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) বৈঠক শেষ হয়।

বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ করেন। এরপর উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু  মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রায় দেড় ঘণ্টা স্থায়ী এ বৈঠক নি‌য়ে বিএনপির পক্ষে দেশি-বিদেশি গণমাধ্যমের সাথে কথা বলবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

এ মুহূর্তে একই ভেন‌্যু‌তে প্রধান উপ‌দেষ্টার প্রেস উইং ও বিএন‌পির নেতারা যৌথভা‌বে প্রেস ব্রিফিং করার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন লন্ড‌নে বাংলা‌দেশ হাইক‌মিশ‌নের প্রেস মিনিস্টার আকবর হো‌সেন।

   

About

Popular Links

x