Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

নতুন দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ

দলটির প্রধান উপদেষ্টা হয়েছেন ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান

আপডেট : ২০ জুন ২০২৫, ০৮:৩০ পিএম

নতুন আরেকটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে “বাংলাদেশ রিপাবলিক পার্টি”। সাবেক সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সমন্বয়ে দলটি গঠিত হয়েছে।  

শুক্রবার (২০ জুন) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে নতুন এই দলের ঘোষণা দেওয়া হয়। “সবার উপরে দেশ” স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটে।

দলটির প্রধান উপদেষ্টা করা হয়েছে ছয় বছর আগে ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার হয়ে আলোচিত সেলিম প্রধানকে।

নতুন দলের সভাপতি হয়েছেন লে. কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক হয়েছেন মেজর (অব.) মো. রাজিবুল হাসান।

দলটির সহসভাপতি পদে রয়েছেন সাঈদ আলী সিকদার, ক্যাপ্টেন (অব.) শফিকুল ইসলাম, লে. কর্নেল (অব.) ইমরান, মো. আমাজ আহমেদ ও অ্যাড. মো. নাসিম উদ্দিন মো. বায়েজিদ। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লে. (অব.) সাইফুল্লাহ খান, সাজ্জাদ হোসেন ইউনুস ও মো. আহসানুল্লাহ।

সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) রাকিবুল হাসান ও কৃষিবিদ মঞ্জুর হোসেন। সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল হাসানাত, মো. জাহিদুল ইসলাম, মুশাফিকুর রহিম রনি, ইঞ্জিনিয়ার কামরুল হাসান।

দলটির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. অলিদ আহমেদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আনিকা তাসনিম খান ও সহ-সম্পাদক মৌসুমী আক্তার সুমি, শ্রম বিষয়ক সম্পাদক শাহাদাত হোসাইন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক মেজর (অব.) শাহেদুল ইসলাম ও সহ-সম্পাদক মো. জহিরুল হক, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম ও সহ-সম্পাদক শারমিন আক্তার মুক্তা, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রাহুল আমিন এবং স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. সৌরভ চন্দ্র মজুমদার।

দলের সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান বলেন, “ভোটের রাজনীতি নয়, আমরা জনগণের রাজনীতি করতে এসেছি। আমরা বাংলাদেশপন্থী হতে চাই। আমরা দিল্লিপন্থী না, পিন্ডিপন্থী না, নিউইয়র্কপন্থী না, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই। আমরা ন্যায্যতার ভিত্তিতে সকলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই।”

লিখিত ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) হবে একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল। পাশাপাশি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের মূলনীতি নিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা হবে। এ ছাড়া স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও মর্যাদাভিত্তিক সম্পর্ক দলটির পররাষ্ট্র নীতি হবে।

প্রসঙ্গত, নতুন এই দলের প্রধান উপদেষ্টা সেলিম প্রধানকে দেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী উড়োজাহাজ থেকে নামিয়ে এনে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। এর মধ্যে দুদকের একটি মামলায় চার বছরের সাজা ভোগ শেষে ২০২৪ সালে কারামুক্ত হন তিনি।

   
Banner

About

Popular Links

x