Tuesday, July 15, 2025

সেকশন

English
Dhaka Tribune

গোলাম পরওয়ার: নির্বাচন সুষ্ঠু না হলে মহাদুর্যোগ নেমে আসবে

গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচন যখনই হোক; সেই নির্বাচনকে নিরপেক্ষ করতে হবে’

আপডেট : ২১ জুন ২০২৫, ০৭:১৬ পিএম

অন্তর্বর্তী সরকারের হাতে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ না হলে জাতির জন্য মহাদুর্যোগ দেখা দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২১ জুন) সকালে দলের যশোর জেলার “রুকন শিক্ষাশিবিরে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন দলের যশোর জেলা আমির গোলাম রসুল।

গোলাম পরওয়ার বলেন, “নির্বাচন যখনই হোক; সেই নির্বাচনকে নিরপেক্ষ করতে হবে। অন্তর্বর্তী সরকার দেশবাসীর কাছে যে কমিটমেন্ট (অঙ্গীকার) করেছে, সেদিকে সরকারকে সোজা থাকতে হবে। কোনো পাশে ঝুঁকলে হবে না। মাঝখানে সরকার জাতির সামনে সংশয় সৃষ্টি করেছিল।”

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনার হাতে যদি নির্বাচন ব্যর্থ হয়ে পড়ে, নিরপেক্ষ না হয়; তাহলে জাতির সামনে বড় দুর্যোগ অপেক্ষা করছে। একটা ভুলের পুনরাবৃত্তি দ্বিতীয়বার না হয়, সেই নিরপেক্ষতার প্রমাণ সরকারকেই দিতে হবে।”

নির্বাচনের দিনক্ষণ নিয়ে জামায়াতের কোনো বাধ্যবাধকতা নেই মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “নির্বাচনের দিনক্ষণ নিয়ে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। নির্বাচনের আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টর সংস্কার করতে হবে।”

তিনি বলেন, “কেননা, বিগত সরকারের সময়ে সব সেক্টরগুলো দুর্নীতিতে তছনছ হয়ে গেছে। আইন, বিচার, সংবিধানসহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলো অব্যশই সংস্কার করতে হবে। আর বাকিগুলো নির্বাচিত সরকার এসে করবে। আসল কাজগুলোর সংস্কার না হলে রাজনৈতিক দল ক্ষমতায় এলে সংস্কার ব্যাহত হতে পারে।”

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, “আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চেয়েছি, তার কারণ, স্থানীয় সরকারের কাঠামো না থাকাতে জনদুর্ভোগ বাড়ছে। উন্নয়ন প্রকল্প এখন সরকারি অফিসারের হাতে সীমাবদ্ধ। দুর্নীতি, ব্যক্তিপূজা ও স্বজনপ্রীতিতে অর্থ আত্মসাতের সুযোগ তারা পাচ্ছে। অবকাঠামো উন্নয়ন এবং জনগণের দুর্ভোগ কমাতে অব্যশই স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে।”

   

About

Popular Links

x