Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

পছন্দের প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়ন চাইলে হাত-পা ভাঙার হুমকি বিএনপি নেতার

সমাবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে

আপডেট : ২১ জুন ২০২৫, ০৯:৫৭ পিএম

নোয়াখালীর-৪ আসনে বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহজাহান খান ছাড়া অন্য কেউ দলীয় মনোনয়ন চাইলে তার “হাত-পা ভেঙে দেওয়ার” হুমকি দিয়েছেন সুবর্ণচর উপজেলার আমানউল্লাহ ইউনিয়ন বিএনপির বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আবুল বাসার বাবুল।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় সুবর্ণচরের বৈরাগী বাজারে বিএনপি থেকে বহিষ্কৃতদের এক সমাবেশে এমন বক্তব্য রাখেন তিনি। সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপি থেকে বহিষ্কৃত জামাল উদ্দীন গাজী ও সঞ্চালনা করেন বহিষ্কৃত যুবদল নেতা বেলাল হোসেন সুমন।

সমাবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে ওই বিএনপি নেতা আবুল বাসার বাবুলকে বলতে শোনা যায়, “শাহজাহান খানের পিছে লাইগেন না, নলা-টলা কুচা করি হালামু।”

এই বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে আবুল বাসার বাবুল বলেন, “রাগে হাত-পা ভাঙার কথা বলেছি। তবে এর সঙ্গে নমিনেশনের সম্পর্ক নেই।”

বহিষ্কৃতদের সমাবেশে অংশগ্রহণ প্রসঙ্গে বাবুল বলেন, “যোগ্যদের বহিষ্কার করা হয়েছে দল থেকে, জনগণ তাদের বহিষ্কার করেনি। আমরা তাদের ভালো হিসেবেই জানি।”

এ বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া বলেন, “তার বিষয়টি নিয়ে তো সবাই ক্ষুব্ধ। সে তো দলের কোনো দায়িত্বে নেই। তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।”

   
Banner

About

Popular Links

x