Wednesday, July 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৪

রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন এনসিপির মিডিয়া সেল

আপডেট : ২৪ জুন ২০২৫, ১০:৪৫ এএম

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতা-কর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত চারজন।

সোমবার (২৩ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন এনসিপির মিডিয়া সেলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।

আহত চারজন হলেন- শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব, হাজারীবাগ থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন ও ঢাকা মহানগরের এনসিপি সদস্য আসিফ উদ্দিন সম্রাট।

এনসিপির ভাষ্যমতে, আজ সোমবার রাত ১০টা ৪০ মিনিটে বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এই ককটেল হামলার ঘটনা ঘটে। রূপায়ণ ট্রেড সেন্টারের ১৬ তলায় এনসিপির অস্থায়ী কার্যালয়।

তবে কে-বা কারা এই কাজ করেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা উল্লেখ করে মুশফিক বলেন, “আমাদের দলকে যারা চায় না, তারাই করে থাকবে। তবে কারা হামলা করেছে, সুনিশ্চিত করে তো বলা যাচ্ছে না। অফিস ভবনের সামনে যখন ককটেল বিস্ফোরণ ঘটেছে, তখন দলের সদস্য সচিব আখতার হোসেন নিচে দাঁড়িয়েছিলেন।”

ঘটনার বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “এনসিপির সদস্যসচিব আখতার হোসেন রূপায়ণ টাওয়ারের কার্যালয়ের নিচে নামলে তাকে ঘিরে ৫০-৬০ জন লোক ছিলেন। বাংলামোটর মোড়ে সিগন্যাল ছাড়ার পর হঠাৎ সাদা রঙের একটা হাইয়েস গাড়ি থেকে নেতাকর্মীদের লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারা হয়। ককটেল ছোড়ার সঙ্গে সঙ্গে গাড়িটি টান দিয়ে চলে যায়।”

নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনার প্রতিবাদে রাত পৌনে ১২টার দিকে বাংলামোটর মোড়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে এনসিপি।

   

About

Popular Links

x