Friday, July 11, 2025

সেকশন

English
Dhaka Tribune

খালেদা জিয়া: জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে

শহিদদের পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেছেন তিনি

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৯:৩৭ পিএম

জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের ব্যবস্থা এবং শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানী ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর উপলক্ষে শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, “দীর্ঘ ১৬ বছর নির্মম অত্যাচার, গ্রেপ্তার, হত্যা, গুম ও খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসকগোষ্ঠী। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে গড়ার। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে।’’

পতিত সরকারের সময় যারা গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের তালিকা প্রস্তুত করতে হবে বলে জানান তিনি। এসময় তিনি বলেন, ‘‘আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে, নতুন করে গণতন্ত্রের ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যেকোনো মূল্যে।’’

   
Banner

About

Popular Links

x