লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “এই পরিস্থিতিতে নির্বাচন কীসের? কী নির্বাচন হবে? নির্বাচন অনুষ্ঠানের আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে।”
শুক্রবার (৪ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান আরও বলেন, “নির্বাচনের পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে। আমরা আশা করি,যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয়, তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে। এবং ‘যদি’র কোনো সুযোগ নেই। সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে।”
মব-সন্ত্রাস প্রসঙ্গে তিনি বলেন, “মব সর্বকালে বাংলাদেশে ছিল। এটা ৭২ সাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলছে। তবে এই মব আমরা চাই না, আমরা মবের ঘোর বিরোধী। দেখবেন, এসব মবে জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক জড়িত নেই।”
তিনি আরও বলেন, “যাদের লোক, তাদের নিয়ন্ত্রণ করতে হবে। এরপর রাষ্ট্রের দায়িত্ব। শুধু রাষ্ট্রকে সব দায়িত্ব দিলে হবে না। দলের লোকদের আগে সামাল দিতে হবে, তারপর রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে।”
মব–সন্ত্রাসের বিচার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “বিচার একটাই হবে। বিচার কারও হাতে তুলে দেওয়া হবে না। বিচার থাকবে আদালতের হাতে, ইনশা আল্লাহ।”
সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে তিনি রংপুরে দলের জনসভায় যোগ দিতে রওনা হন।