Thursday, July 10, 2025

সেকশন

English
Dhaka Tribune

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

তিনি বলেন, ‘উদাসীনতা, অযোগ্যতা ও দুর্বলতার কারণে তারা বিপ্লবকে ধারণ করতে পারেনি’

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১১:১২ পিএম

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থ না হলেও তারা জুলাই অভুত্থ্যানকে ধারণ (ওন) করতে পারেনি।” তিনি অভিযোগ করে বলেন, “তাদের উদাসীনতা, অযোগ্যতা ও দুর্বলতার কারণে তারা বিপ্লবকে ধারণ করতে পারেনি।”

শুক্রবার (৪ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর জামায়াতের জনসভায় বিশেষ বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, “আপনারা স্বাভাবিক কোনো প্রক্রিয়াতে ক্ষমতায় অধিষ্ঠ হননি। আপনারা আমাদের দেশে শত শত ছাত্র জনতার রক্তের ওপর ভর ক্ষমতায় অধিষ্ঠ হয়েছেন। এজন্য আপনাদের বিপ্লবী চেতনা ধারণ করে আবু সাঈদ-মুগ্ধদের খুনিদের বিচার সম্পন্ন করতে হবে। ক্ষমতাসীন দল ও প্রধান দল। কারা এদেশকে চালাবে। তাই নিজেদের ক্ষমতাসীন দল ও প্রধান দল হিসেবে পরিচয় দেওয়া থেকে বিরত ধাকুন।”

তিনি বলেন, “আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না। আমরা শুধুমাত্র আল্লাহকে ভয় করি। আমরা শহিদ আবু সাঈদের দলের মানুষ। আমরা এই হাত দিয়ে অসংখ্য শহিদদের কবরে শায়িত করেছি। এই হাতে অনেক শহিদের রক্ত এখনও লেগে আছে। তাই আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। বরং এদেশের ছাত্র সমাজের, যুবসমাজের সাইকোলজি বোঝার চেষ্টা করবেন। এই ছাত্র সমাজের সাইকোলজি বুঝে রাজনীতি করবেন। আগামীতে এদেশ শাসন করবে তারাই- যাদের মধ্যে দেশ প্রেম আছে।”

তিনি আরও বলেন, “রংপুর অঞ্চল সাহসিকতার অঞ্চল। জুলাই গণঅভুত্থ্যানে আবু সাঈদ ও তাহিরের মতো ২২ জন জীবন দিয়েছেন। তাই রংপুরকে অবহেলা না করে, সুষম বণ্টনের মাধ্যমে রংপুরের উন্নয়ন করতে হবে। দীর্ঘদিনের চাওয়া রংপুরের তিস্তা নদীর মহাপরিকল্পনা করে রংপুরকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা করছি।”

   
Banner

About

Popular Links

x