Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

নাহিদ: আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন

এনসিপির জুলাই ঘোষণাপত্রে শহিদদের মর্যাদা ও অবদানের কথা থাকবে বলেও জানান তিনি

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৩:১৭ পিএম

আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (৫ জুলাই) বেলা ১১টায় বগুড়ার পর্যটন মোটেলে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি।

তিনি বলেছেন, বিচার দৃশ্যমান করতে হবে। বিচার শুরু করতে হবে। যারা গুলি করেছে, গণহত্যা করেছে, তাদের বিচার করতে হবে। বাংলার মাটিতেই শেখ হাসিনা ও যেসব পুলিশ গুলি করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, “ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক, বিচারে হাত দিতে পারবে না। শহিদ ও আহত পরিবারকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাব্যবস্থা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এনসিপির জুলাই ঘোষণাপত্রে শহিদদের মর্যাদা ও অবদানের কথা থাকবে। জুলাই সনদে সংস্কারের কথা থাকবে।”

এনসিপির এই নেতা আরও বলেন, ‘‘গণহত্যা মামলা নিয়ে সারাদেশে অনেক ঝামেলা হয়েছে। মামলা নিয়ে বাণিজ্য হয়েছে। পুলিশ আসামি ধরে ছেড়ে দিয়েছে। অনেক জায়গায় আসামির জামিন দেওয়া হয়েছে। কারণ এখনো স্বৈরাচারের দোসরেরা বিভিন্ন জায়গায় আছে। তারা ফ্যাসিস্টদের পুনর্বাসনে সহায়তা করছে। এনসিপি এসব মামলা তদারক করবে। কারণ জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সঙ্গে এনসিপির সম্পর্ক শুধু রাজনৈতিক দল হিসেবে নয়, সম্পর্ক দলের বাইরে, সারা জীবনের। আমরা সব সময় আপনাদের পাশে থাকতে চাই। এনসিপি সর্বোচ্চ চেষ্টা করবে শহিদ পরিবারের পাশে থাকার। যে কারণে তারা প্রাণ দিয়েছেন, সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। জুলাই আন্দোলনে এক হাজারের বেশি মানুষ শহিদ হয়েছেন। শহিদদের আত্মত্যাগ যাতে বিফলে না যায়, বৈষম্যহীন দেশ গড়ার আকাঙ্ক্ষা যাতে সফল হয়, এনসিপি সেই চেষ্টা করছে।’’

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন, “যেকোনো মৃত্যু কষ্টকর। জুলাই আন্দোলনে শহিদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। যদিও আহত ব্যক্তিদের চিকিৎসা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, তবে রাষ্ট্র শহিদ ও আহত পরিবারের সব সমস্যার সমাধান নিশ্চিত করবে।”

   
Banner

About

Popular Links

x