Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

মঙ্গোলিয়াকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

সেমিফাইনালে মঙ্গোলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০৮:০৪ পিএম

বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টে ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালে মঙ্গোলিয়াকে হারিয়ে ফাইনালে পা রেখেছে মেয়েরা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচটিতে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই মঙ্গোলিয়াকে কোণঠাসা করে রেখে বাংলাদেশের আক্রমণভাগ। মনিকা চাকমা, মার্জিয়া ও তহুরা খাতুনের গোলে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ ইন্টারন্যাশনাল গোল্ড কাপের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। 

আগামী শুক্রবার শিরোপা লড়াইয়ে প্রথম সেমি-ফাইনালে কিরগিজস্তানকে ৭-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠা লাওসের মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের দল।

   

About

Popular Links

x