সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। লুজনিকি স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে দুই দল।
ENGLAND VS CROATIA LIVE ON UHD SCREENS AT THE ISLINGTON ... BAR OPEN FROM 4PM !!
— The Islington (@TheIslington) July 11, 2018
Maybe it will all end here. Maybe, this once, it will not ... pic.twitter.com/sIrxvAY4w8
বাংলাদেশ টেলিভিশন, নাগরিক টিভি, মাছরাঙ্গা টিভি ও সনি ইএসপিএন সরাসরি সম্প্রচার করবে ম্যাচগুলো।