Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিয়ারে ‘অরুচি’ বেলজিয়ানদের!

 সেমিফাইনালে অন্য কারো কাছে হেরে গেলেও হয়তো এতটা হতাশা প্রকাশ করতেন না বেলজিয়ানরা।

আপডেট : ১১ জুলাই ২০১৮, ১১:২৭ পিএম

১৯৮৬ সালে শেষবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে গিয়েছিল বেলজিয়াম। এই দফা ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তাই তীব্র আনন্দ নিয়ে বিয়ারের বোতলে চুমুক দিচ্ছিলেন বেলজিয়ামের সমর্থকরা। উদযাপন করছিলেন দলের ২-১ গোলের জয়। কিন্তু পরের ম্যাচেই পালটে গেল দৃশ্য। আবারও পরাজিতের দলে নাম লেখাতে হলো বেলজিয়ামকে। আর তাই বোধয়, প্রিয় বিয়ারেও অরুচি ধরে গেছে বেলজিয়ানদের।

খেলা দেখতে আসা এক বেলজিয়াম সমর্থক বলেছেন, ‘খুবই খারাপ লাগছে। আমি এক মাস ধরে স্বপ্ন দেখছিলাম যে আমরা ফাইনালে খেলব। আর ফ্রান্সের বিপক্ষে এই হার, এটা খুবই হতাশাজনক।’ 

প্রতিবেশী ফ্রান্সের সঙ্গে বেলজিয়ামের সেমিফাইনালের লড়াইয়ে ছিন্ন এক অন্যরকম টানটান উত্তেজনা।  সেমিফাইনালে অন্য কারো কাছে হেরে গেলেও হয়তো এতটা হতাশা প্রকাশ করতেন না বেলজিয়ানরা। কিন্তু বিশেষভাবে প্রতিবেশী ফ্রান্সের কাছেই হার হল বলে আক্ষেপ কিছুটা বেশিই তাদের। তবে সবকিছুর পরেও প্রিয় ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে বেশ সন্তুষ্ট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ঠিক যেমনটা বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেলও। এক টুইটবার্তায় লিখেছেন, ‘সাবাশ, রেড ডেভিলস! তোমরা দারুণ নৈপুণ্য দেখিয়েছ আর আমাদের দিয়েছ সেমিফাইনাল পর্যন্ত আসার উত্তাপ-উত্তেজনা।’

এইবার লুকাকু-ফেলাইনি-হ্যাজার্ড-ডি ব্রুইনদের নিয়ে গড়া স্বর্ণালি প্রজন্মের দলটি নিজেদের আরো উঁচুতে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা ছিল সমর্থকদের। কিন্তু শেষ অব্দি ১-০ গোলে হেরে গিয়ে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হল বেলজিয়ামকে।


About

Popular Links