নেইমারের কাছে ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপজয়ী দলের কিংবদন্তী স্ট্রাইকার রোনালদোর আরও বেশি প্রত্যাশা ছিল। নেইমারের এই আশাহত পারফরম্যান্সের পিছনে তাঁর ইনজুরিও দায়ী ছিল কিনা তা নিয়েও চিন্তিত রোনালদো।
এবারের বিশ্বকাপে শেষ আটেই বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ব্রাজিল। খেলায় নামার আগে গত মার্চেই পায়ে সার্জারি হয়ে নেইমারের। বিশ্বকাপে নেইমারের পারফরম্যান্স কতটা সন্তুষ্ট করতে পেরেছে ভক্তদের?
২০০২ এর বিশ্বকাপ জয়ী ব্রাজিলের নায়ক রোনালদো অন্তত সন্তুষ্ট নন।
“আমরা তাঁর (নেইমার) কাছে আরও বেশি প্রত্যাশা করেছিলাম কারণ সে-ই হচ্ছে দলের তারকা”, বললেন কিংবদন্তী এই ফুটবলার।
‘আমি নিশ্চিত না এটা তাঁর পায়ের অপারেশনের জন্য নাকি অন্য কিছু, কিন্তু আমাদের মনে হয়েছে যে সে কিছু একটায় আটকে আছে।’
এবারের বিশ্বকাপে নেইমারের অতি অভিনয় বেশ আলোচিত হয়েছে। সামাজিক গণমাধ্যমেও এই নিয়ে চলেছে বহু কৌতুক। তবে টুর্নামেন্টে থাকাকালীন সময়ে নেইমারের পক্ষেই কথা বলেছিলেন রোনালদো। মাঠে নেইমারের ওপর অতিরিক্ত আঘাত আসছে বলেও মন্তব্য করেছিলেন তিনি।